ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:৪৪ পূর্বাহ্ণ, আগস্ট ০৯, ২০১৯

পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের জন্য এশিয়ার সবচেয়ে সুন্দর গ্রামের তকমা পেয়েছে ভারতের মেঘালয়ের মাওলিননং গ্রাম।

তকমাই শেষ কথা নয়, এই গ্রামের বাসিন্দারাও যথেষ্ট সৌন্দর্য সচেতন। তারা সর্বদা নিজেদের গ্রামকে পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী। ২০১৩ সালে মাওলিননং ‘ওয়ার্ল্ড ক্লিনেস্ট ভিলেজের’ স্বীকৃতি পায়।

এখানকার প্রায় সব মানুষই শিক্ষিত। সে জন্যই তারা ময়লা ফেলার জন্য ব্যবহার করেন বাঁশের তৈরি ডাস্টবিন। সেই বর্জ্য থেকেই সার উৎপন্ন হয় যা চাষের কাজে লাগে। এখানে রয়েছে রকমারি ফুল। কিন্তু গাছ থেকে ফুল তোলা একেবারেই নিষেধ। গ্রামবাসীদের পোশাক-আশাকও দেখার মতো সুন্দর।

গ্রামবাসী পরিবেশ সচেতনতা থেকেই প্লাস্টিক ব্যবহার করেন না। এখানকার মানুষ পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে নিয়মিত বৃক্ষরোপণ করেন। সবদিক থেকেই সুন্দর, সুশৃক্সক্ষল এবং পরিচ্ছন গ্রাম মাওলিননং।

 
Electronic Paper