ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভারতরত্ন পেলেন প্রণব মুখার্জি

ডেস্ক রিপোর্ট
🕐 ৯:৫৯ পূর্বাহ্ণ, আগস্ট ০৯, ২০১৯

ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘ভারতরত্ন’ পেলেন দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। গতকাল বৃহস্পতিবার তার হাতে এই সম্মান তুলে দিলেন বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রণব মুখার্জিসহ এ পর্যন্ত মাত্র চারজন বাঙালির হাতে উঠল ভারতরত্ন। এ চারজন হলেন- বিধান চন্দ্র রায়, সত্যজিৎ রায়, অমর্ত্য সেন ও প্রণব মুখার্জি।

প্রণব মুখার্জি ছাড়াও এই বিরল সম্মান তুলে দেওয়া হয় প্রয়াত সংগীতশিল্পী ভূপেন হাজারিকা এবং সমাজকর্মী নানাজি দেশমুখের পরিবারের হাতে।

ভারতীয় রাজনীতির চাণক্য বলা হয় প্রণব মুখার্জিকে। ৮৩ বছরের এই সাবেক রাষ্ট্রপতি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে দেখেছেন বহু উত্থান-পতন। একা হাতে সামলেছেন অনেকগুলো গুরুত্বপূর্ণ পদ। রাজনৈতিক জীবনের শেষ সীমায় এসে ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

আর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের জন্য তার অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এবার প্রণব মুখার্জিকে ‘ভারতরত্ন’ খেতাব দেওয়া হলো। দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান গতকালই হাতে পান তিনি।

বেসামরিক সর্বোচ্চ এই সম্মান পেয়ে দেশের মানুষকে আন্তরিক ধন্যবাদ জানান ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

 
Electronic Paper