ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সবচেয়ে খাড়া পাহাড়

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:১৫ অপরাহ্ণ, আগস্ট ০৮, ২০১৯

এটিই পৃথিবীর সবচেয়ে খাড়া পাহাড়; যার নাম ‘মাউন্ট থর’। কানাডার বাফিন দ্বীপের নুনাভুতে অবস্থিত মাউন্ট থরের উচ্চতা প্রায় ৫ হাজার ৯৪৫ ফুট বা ১ হাজার ৬৭৫ মিটার। মাত্র দেড় কিলোমিটারের একটু বেশি উঁচু পাহাড়টি বিখ্যাত শুধু এর খাড়া চূড়ার জন্য। এটি ১০৫ ডিগ্রি কোণে খাড়া।

বুঝতেই পারছেন, ৯০ ডিগ্রি মানে সম্পূর্ণ খাড়া। মজার ব্যাপার হচ্ছে, এই পুরো উচ্চতাটাই একেবারে খাড়া ওপরের দিকে উঠে গেছে। পর্বতটি এভাবে সৃষ্টি হওয়ার কারণ হিসেবে গবেষকরা বলছেন, কোনো এক সময় ভয়ানক ভূমিকম্পের ফলেই এই পর্বতটির একটা সাইড হঠাৎ ধসে পড়ে।

যে কারণে এটিই পৃথিবীর সবচেয়ে খাড়া পাহাড়। 

অর্থাৎ আর কোনো পাহাড়ের চূড়া থেকে নিচ পর্যন্ত এত খাড়া ঢাল নেই।

 
Electronic Paper