ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

যশোর প্রতিনিধি
🕐 ১১:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ০৭, ২০১৯

যশোরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ শিশির ঘোষ (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বুধবার ভোরে সদর উপজেলার যশোর পুলেরহাট-রাজগঞ্জ সড়কের কাবুলের ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশির ঘোষ যশোর শহরের ষষ্ঠীতলা পাড়ার নিত্য ঘোষের ছেলে। এর আগে তার ভাই প্রদীপ ঘোষও ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছিলেন।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের সরকারি মুরগি খামার এলাকা থেকে শিশিরকে চারটি ককটেলসহ আটক করে ডিবি পুলিশ।

পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে মাহিদিয়া এলাকার একটি ইটভাটার কাছে পৌঁছলে শিশিরের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি করে। দুই পক্ষের গোলাগুলিতে শিশির গুলিবিদ্ধ হয়। এ সময় সেখান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক শিশিরকে মৃত ঘোষণা করে। তার নামে অন্তত ১৭টি মামলা রয়েছে বলে দাবি করেন ওসি মনিরুজ্জামান।

নিহতের চাচা সুনীল ঘোষ বলেন, ‘শিশিরের নামে কোনো মামলা বা ওয়ারেন্ট ছিল না। তাকে ডিবি পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। আমি ডিবির ওসিকে ফোন করেছিলাম, তিনি আমাকে বলেছিলেন কিছু হবে না। জিজ্ঞাসবাদের জন্য এনেছি, ছেড় দেব। কিন্তু সকালে মরদেহ পেলাম। শিশিরকে ধরে নিয়ে খুন করা হয়েছে। পুলিশের নামে মামলা করব।’

 

 
Electronic Paper