ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তানোরে পৌরসভা বন্ধ ভোগান্তি চরমে

তানোর (রাজশাহী) প্রতিনিধি
🕐 ৬:১১ অপরাহ্ণ, আগস্ট ০৬, ২০১৯

সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে টানা ২১ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের সব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এদের মধ্যে রাজশাহীর তানোর উপজেলার দুইটি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও রয়েছেন। ফলে গত ২১ দিন ধরে রাজশাহীর সব পৌরসভায় নাগরিক সেবা বন্ধ রয়েছে।

তানোর উপজেলার দুটি পৌরসভা হলো তানোর ও মুন্ডুমালা। পৌরসভাগুলো ঘুরে দেখা গেছে, নাগরিক সনদ, খাজনা, লাইসেন্স, টিকাদান কর্মসূচি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, জন্ম-মুত্যু নিবন্ধনসহ সব ধরনের কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।

পৌরবাসী নাগরিক সনদসহ বিভিন্ন সনদ না পেয়ে পড়েছেন চরম বিপাকে। গত রোববার তানোর পৌরসভায় গিয়ে দেখা গেছে, পৌরসভায় ভুক্তভোগী নাগরিকেরা যাচ্ছেন। কিন্তু সেখানে কোনও কর্মকর্তা-কর্মচারীকে না পেয়ে কাজ করতে পারছেন না।

মুন্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানী বলেন, ‘সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবি মেনে নেওয়া হোক। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা পাওয়ার দাবি যৌক্তিক।

 
Electronic Paper