ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিরাজগঞ্জে প্রস্তুত দেড় লাখ পশু

সিরাজগঞ্জ প্রতিনিধি
🕐 ৪:৫৫ অপরাহ্ণ, আগস্ট ০৫, ২০১৯

আর কয়দিন পর ঈদুল আজহা। ঈদ সামনে রেখে সিরাজগঞ্জের নয়টি উপজেলায় এ বছর কোরবানিতে প্রায় দেড় লাখ পশু প্রস্তুত করা হয়েছে। এই পশুগুলো দেশীয় পদ্ধতিতে করা হয়েছে মোটাতাজাকরণ।

এর মধ্যে ৮৮ হাজার ৪০৬টি গরু, ৪৭ হাজার ৬১৭টি ছাগল এবং বাকিগুলো ভেড়া ও মহিষ। এসব পশুকে দেশীয় খাদ্য ও প্রাকৃতিক খাবার দেওয়া হচ্ছে। সাম্প্রতিক বন্যা কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটলেও সবকিছু মনিটরিং করছে জেলা প্রাণিসম্পদ বিভাগ।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আখতারুজ্জামান ভূঁইয়া জানান, জেলায় মোট ১০ লাখ গবাদিপশু আছে। তবে চলতি বছরে কোরবানির জন্য এক লাখ ৪৪ হাজার ২৩৩টি পশু প্রস্তুত আছে। যা জেলার কোরবানির চাহিদা মেটাবে এবং অন্য জেলায়ও সরবরাহ করা হচ্ছে।

সরকার কোরবানির হাটের শেষ দিন পর্যন্ত দেশের সব সীমান্ত বন্ধ রাখলে প্রান্তিক খামারি লাভবান হবেন।

 
Electronic Paper