ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সবচেয়ে দামি পানি

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:১১ পূর্বাহ্ণ, আগস্ট ০৫, ২০১৯

এক বোতল পানির দাম কত? খুব বেশি হলে ১৫ থেকে ৩০ টাকা। কিন্তু, ৭৫০ মিলিলিটার পানি কিনতে যদি ৩৯ লাখ টাকা খরচ হয়, তাহলে কেমন লাগবে! অবাক হওয়ার কিছু নেই এমন পানি আছে যার এক বোতলের দাম। পানির শিরোনাম ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবুটো অ্যা মডিগ্লিয়ানি’। এই ব্যান্ডটিই বিশ্বের সবচেয়ে দামি পানি সরবরাহ করছে। প্রশ্ন আসতেই পারে এত দাম কেন? উত্তর সহজ, বোতলগুলো সোনায় মোড়ানো।

শুধু তাই নয়, পানির মধ্যেও থাকে সোনার ছাই মেশানো। ফিজি ও ফ্রান্সের ঝরনা থেকে এর পানি সংগ্রহ করা হয়। স্বচ্ছতা, ঘ্রাণ এবং কোমলীয়তায় অন্য পানির থেকে একেবারে ভিন্ন এই ব্র্যান্ড। বিদেশ থেকে অর্ডার দিয়ে ৩৯ লাখ টাকায় এক বোতল পানি আপনিও পান করতে পারেন।

 
Electronic Paper