ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর

হিসাববিজ্ঞান

সাইদুর রহমান
🕐 ৪:০৬ অপরাহ্ণ, আগস্ট ০৩, ২০১৯

নবম-দশম
প্রশ্ন : উৎপাদন ব্যয়+বিক্রয় উপরিব্যয় = ?
উত্তর : মোট ব্যয়

প্রশ্ন : যে সকল খরচ ক্রয়কৃত বা উৎপাদিত দ্রব্যের উপর সুনির্দিষ্টভাবে আরোপ বা চিহ্নিত করা যায় না তাকে বলে- 

উত্তর : পরোক্ষ খরচ।

প্রশ্ন : বিক্রয় উপরিব্যয় কোনটি?
উত্তর : দোকানের ভাড়া/বিজ্ঞাপন।

প্রশ্ন : বিক্রয়কৃত পণ্যের পরিবহন খরচকে কি বলা হয়?
উত্তর : বহিমুখী বহন খরচ।

প্রশ্ন : মোট ব্যয়+ মুনাফা = ?
উত্তর : বিক্রয়মূল্য।

প্রশ্ন : পণ্যের ক্রয়মূল্য বলতে বুঝায়-
উত্তর : পণ্যের প্রকৃত দাম ও ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ।

প্রশ্ন : যে খরচ পণ্য ক্রয় বা উৎপাদনের সঙ্গে সরাসরি জড়িত তাকে কী বলে?
উত্তর : প্রত্যক্ষ খরচ।

প্রশ্ন : পণ্যের ক্রয়মূল্যের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ খরচসমূহ যোগ করলে পাওয়া যায়-
উত্তর : মোট ক্রয়মূল্য।

প্রশ্ন : মোট ক্রয়মূল্যের সঙ্গে মুনাফা যোগ করলে পাওয়া যায়-
উত্তর : মোট বিক্রয়মূল্য।

প্রশ্ন : উৎপাদন ব্যয়ের উপাদানসমূহকে মোটামুটিভাবে ভাগ করা হয়-
উত্তর : ছয় ভাগে।

প্রশ্ন : উৎপাদনের মোট ব্যয়ের এক একটি ভাগকে কী বলা হয়?
উত্তর : উৎপাদন ব্যয়ের উপাদান।

প্রশ্ন : প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি ও প্রত্যক্ষ খরচ যোগ করলে পাওয়া যায়-
উত্তর : মুখ্য ব্যয়।

প্রশ্ন : পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি ও পরোক্ষ খরচসমূহ যোগ করলে পাওয়া যায়-
উত্তর : মোট উপরিব্যয়।

প্রশ্ন : মুখ্য ব্যয়ের সঙ্গে কারখানার উপরিব্যয় যোগ করলে পাওয়া যায়-
উত্তর : কারখানা ব্যয়।

প্রশ্ন : মেশিন চালনায় ব্যবহৃত গ্রিজ কী?
উত্তর : পরোক্ষ কাঁচামাল।

প্রশ্ন : অফিস ভাড়া কি জাতীয় খরচ?
উত্তর : প্রশাসনিক উপরিব্যয়।

প্রশ্ন : ক্রয় মূল্যের সঙ্গে ব্যবসায়ের অন্যান্য আনুষঙ্গিক খরচ যোগ করলে কি মূল্য পাওয়া যায়?
উত্তর : মোট ক্রয়মূল্য।

প্রশ্ন : প্রত্যক্ষ ব্যয়সমূহকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর : তিন ভাগে।

প্রশ্ন : পণ্যের বিক্রয় মূল্য হতে মোট মুনাফা বাদ দিলে তাকে বলা হয়-
উত্তর : মোট ব্যয়।

প্রশ্ন : ভাড়া, বেতন, কমিশন, স্টেশনারি, অফিস খরচ ইত্যাদি কোন খরচের উদাহরণ?
উত্তর : পরোক্ষ খরচের।

প্রশ্ন : মোট বিক্রয় মূল্য কোনটি?
উত্তর : মোট ব্যয়+লাভ।

প্রশ্ন : কোনটি কারখানার উপরিব্যয়?
উত্তর : যন্ত্রপাতির অবচয়।

প্রশ্ন : মুখ্য ব্যয় =?
উত্তর : প্রত্যক্ষ কাঁচামাল+প্রত্যক্ষ ব্যয়

প্রশ্ন : বিজ্ঞাপন কী ধরনের খরচ?
উত্তর : পরোক্ষ খরচ।

প্রশ্ন : কারখানা উপরিব্যয় + প্রশাসনিক উপরিব্যয় + বিক্রয় উপরিব্যয় =?
উত্তর : মোট ব্যয়
প্রশ্ন : উৎপাদিত পণ্যের সঙ্গে সরাসরি কর্মরত না থাকা সত্ত্বেও উৎপাদন কার্যক্রম চালু রাখার জন্য যাদের সেবা বা পরিশ্রম আবশ্যক তাদের মজুরিকে কী বলা হয়?
উত্তর : পরোক্ষ মজুরি।

প্রশ্ন : ব্যয় বিবরণীর দ্বিতীয়স্তর কোনটি?
উত্তর : কারখানার উৎপাদন ব্যয়।

প্রশ্ন : অফিস আসবাবপত্রের অবচয় কোন ধরনের ব্যয়?
উত্তর : প্রশাসনিক উপরিব্যয়।

প্রশ্ন : উৎপাদন ব্যয় নিরূপণের প্রথম স্তর কোনটি?
উত্তর : মুখ্য ব্যয় নির্ধারণ।

প্রশ্ন : কোনটি মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত?
উত্তর : প্রত্যক্ষ মজুরি।

প্রশ্ন : শিক্ষানবিস সেলামি একটি-
উত্তর : পরোক্ষ আয়।

প্রশ্ন : উৎপাদন ব্যয় বিবরণীর শেষ স্তর কোনটি?
উত্তর : বিক্রয় মূল্য।

প্রশ্ন : কোন পণ্য বা সেবা প্রদান করতে বা সৃষ্টি করতে যে খরচ হয় তাকে বলে-
উত্তর : উৎপাদন ব্যয়।

প্রশ্ন : দোকান ভাড়া, বিক্রয়কর্মীর বেতন, অনাদায়ী পাওনা এগুলো কোন ধরনের ব্যয়?
উত্তর : বিক্রয় উপরিব্যয়।

প্রশ্ন : ‘কারখানার দারোয়ানের মজুরি’ কী ধরনের মজুরি?
উত্তর : পরোক্ষ মজুরি।


সিনিয়র শিক্ষক
সাতারকুল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper