ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মেঘভূমি

পিয়াস মজিদ
🕐 ১১:৫৩ পূর্বাহ্ণ, আগস্ট ০২, ২০১৯

বর্ষা খুলে খুলে আমাকে তার
বিভা দেখায়,
দেখি-
অভিরূপ মল্লারের দল
সুরে আর জলে
উপগত আনন্দে-শীর্ষসুখে
আকার পায় সব নিহিত রোদন।

একলা বাগান, কুসুমশোভা
ভূমিকম্প শেষ হয়
অশেষ শুধু হৃদ-কদমের কম্প;
এই আমি
মাহ ভাদরের শূন্য মন্দিরে
বিরহে ঘেমে-নেয়ে পূর্ণতা পাই।
বৃষ্টিকান্তা মেয়ে
ঊষর আকাশ-প্রেমে
উড়ে যায় ঝাঁকে ঝাঁকে;
মেঘলা রুমাল।

 
Electronic Paper