ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাজধানীতে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৭

নিজস্ব প্রতিবেদক
🕐 ৩:২৩ অপরাহ্ণ, আগস্ট ০১, ২০১৯

রাজধানীর কোতোয়ালি থানার নবাবপুরে রজব নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। এছাড়াও এ মামলায় রাজ কুমার, রুবেল ও শুককুর আলী মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুল খালাস প্রদান করা হয়।

বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আবদুর রহমান সরদার এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রহিম ওরফে আরিফ (পলাতক), জিকু (পলাতক) ও আবু বক্কর সিদ্দিক ওরফে টাইগার (পলাতক)।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মন্টি (পলাতক), মিলন ওরফে চাপা মিলন (পলাতক), আকাশ ওরফে রাসেল (পলাতক), ফরহাদ হোসেন ওরফে ফরহাদ (পলাতক), সজীব আহমেদ খান (পলাতক), শহীদ চান খাদেম (পলাতক) ও মোহাম্মদ আলী হাওলাদার বাবু।

ট্রাইব্যুনালের স্ট্যানোগ্রাফার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১১ সালের ২৪ জুলাই রাতে রাজধানীর কোতোয়ালি থানাধীন নবাবপুরে মোবাইলে টাকা রিচার্জ করতে গেলে আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে রজবকে ছুরিকাঘাত করে। পরে ঢাকা মেকিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ হত্যার ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় রজবের ভাই জুম্মন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

 
Electronic Paper