ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নবম-দশম

গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর

হিসাববিজ্ঞান

সাইদুর রহমান
🕐 ২:৪৬ অপরাহ্ণ, আগস্ট ০১, ২০১৯

১. প্রতিষ্ঠানের প্রতিটি খাতে ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য কোনটি প্রস্তুত করা হয়?
(ক) হিসাব (খ) জাবেদা
(গ) খতিয়ান (ঘ) রেওয়ামিল
২. নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রতিটি হিসাব খাতের কোনটি নিরূপণ প্রয়োজন?
(ক) নিট পরিমাণ
(খ) মোট পরিমাণ
(গ) মোট দায় (ঘ) মোট আয়

৩. হিসাবের শ্রেণিবিভাগ নির্ণয়ে কোনটি বিশ্লেষণ করা প্রয়োজন?
(ক) হিসাব সমীকরণ
(খ) হিসাব লিপিবদ্ধকরণ পদ্ধতি
(গ) হিসাবের মূলনীতি
(ঘ) হিসাবের স্বর্ণসূত্র
৪. সুনাম, ভূমি, দালানকোঠা কোন জাতীয় হিসাব?
(ক) ব্যয় হিসাব (খ) ক্রয় হিসাব (গ) সম্পদ হিসাব
(ঘ) অফিস সাপ্লাই হিসাব
৫. বিনিয়োগের সুদ কোন জাতীয় হিসাব?
(ক) ব্যয় (খ) আয়
(গ) দায় (ঘ) সম্পদ
৬. মালিক প্রতিষ্ঠানকে অর্থ, পণ্য, সম্পদ ও সুবিধা প্রদান করলে কোন হিসাবে লিপিবদ্ধ করতে হবে?
(ক) মূলধন হিসাব (খ) উত্তোলন হিসাব (গ) নগদান হিসাব
(ঘ) মালিক হিসাব
৭. রফিক তার ব্যবসায়ের জন্য বন্ধু আমিনের কাছ থেকে ১০,০০০ টাকা ঋণ নিল। এটি ব্যবসায়ের কোন হিসাবে অন্তর্ভুক্ত হবে?
(ক) ব্যাংক হিসাব (খ) দায় হিসাব
(গ) দেনাদার হিসাব
(ঘ) পাওনাদার হিসাব
৮. হিসাব সমীকরণ অনুযায়ী মালিকের মূলধন বৃদ্ধি পায় ব্যবসায়ের-
i. সম্পত্তি বাড়লে ii. দায় কমলে iii. আয় বাড়লে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও।
সাফিন ট্রেডার্স ১,০০,০০০ টাকার পণ্য ক্রয় করে নগদ ৫০,০০০ টাকা এবং ৪০,০০০ টাকার চেক প্রদান করেন।
৯. উদ্দীপকে ক্রয় হিসাব, নগদান হিসাব এবং ব্যাংক হিসাব ব্যতীত আর কোন হিসাবটি জড়িত?
(ক) দেনাদার (খ) পাওনাদার
(গ) প্রাপ্য বিল (ঘ) প্রদেয় বিল
১০. সাফিন ট্রেডার্স তার হিসাবের বইতে লিখবেন-
i. ক্রয় হিসাব ৯০,০০০ টাকা
ii. ব্যাংক হিসাব ৪০,০০০ টাকা
iii. নগদান হিসাব ৫০,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১১. কোনটি অফিস সরঞ্জাম হিসাব?
(ক) ঘড়ি (খ) ক্যালকুলেটর
(গ) পেপার ওয়েট (ঘ) প্রিন্টার
১২. নষ্ট পণ্য কোন হিসাবে লেখা হয়?
(ক) ক্রয় হিসাব (খ) দেনাদার হিসাব (খ) মনিহারি হিসাব
(ঘ) পণ্য হিসাব
১৩. কোনটি অগ্রিম খরচ?
(ক) অগ্রিম শিক্ষানবিশ সেলামি
(খ) অগ্রিম উপভাড়া
(গ) অগ্রিম বিনিয়োগের সুদ
(ঘ) অগ্রিম ভাড়া
১৪. ক্রয় ফেরতের অপর নাম কী?
(ক) আন্তঃফেরত (খ) বহিঃফেরত
(গ) অন্তর্মুখী ফেরত (ঘ) পণ্য ফেরত
১৫. ঋণ হিসাবে যুক্ত হতে পারে-
i. ব্যক্তির নাম ii. প্রতিষ্ঠানের নাম
iii. দেনাদারের নাম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

সাইদুর রহমান
সিনিয়র শিক্ষক
সাতারকুল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

উত্তর : ১। ক ২। ক ৩। ক ৪। গ ৫। খ ৬। ক ৭। খ ৮। ঘ ৯। খ ১০। গ ১১। ঘ ১২। ক ১৩। ঘ ১৪। খ ১৫। ক।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper