ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ বিষয়াবলি

আবু সাঈদ
🕐 ২:৩৮ অপরাহ্ণ, আগস্ট ০১, ২০১৯

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ সাধারণ জ্ঞানবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই।

ভাস্কর্য-স্থপতি

কিংবদন্তী- হামিদুজ্জামান খান
রাজসিক বিহার - মৃণাল হক
শহীদ মিনার - হামিদুর রহমান
জাতীয় স্মৃতিসৌধ -সৈয়দ মইনুল হোসেন
জাতীয় সংসদ ভবন -লুই আইকান
অপরাজেয় বাংলা -সৈয়দ আব্দুল্লাহ খালেদ
অমর একুশে -জাহানারা পারভীন
সাবাস বাংলাদেশ -নিতুন কুণ্ডু
স্বোপার্জিত স্বাধীনতা -শামীম সিকদার
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ -মোস্তফা হারুন কুদ্দুস
বলাকা -মৃণাল হক
জাতীয় জাদুঘর -মোস্তফা কামাল
কমলাপুর রেলস্টেশন -বব বুই
শাপলা চত্বর -আজিজুল জলিল পাশা
জাগ্রত চৌরঙ্গী -আবদুর রাজ্জাক
মুজিবনগর স্মৃতিসৌধ -তানভীর কবির
তিন নেতার মাজার -মাসুদ আহমেদ
দোয়েল চত্বর -আজিজুল জলিল পাশা
জাতীয় শিশুপার্ক -শামসুল ওয়ারেস
মুক্ত বাংলা -রশীদ আহমেদ
স্বাধীনতা সংগ্রাম -শামীম সিকদার
সংশপ্তক -হামিদুজ্জামান খান
মোদের গরব -অখিল পাল

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper