ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তিন ‘পৃথিবী’র সন্ধান

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:২০ পূর্বাহ্ণ, আগস্ট ০১, ২০১৯

একটা নয়, তিন-তিনটি গ্রহ আমাদের মোটামুটি কাছেই একটি নক্ষত্রমণ্ডলে ঘুরপাক খাচ্ছে। ‘মেরেকেট’ নাম এই নক্ষত্রম-ল ৭৩ আলোকবর্ষ দূরে। ব্রহ্মাণ্ডে এত কাছে, এত ‘মনের মতো’ ভিন গ্রহ এর আগে আর পাওয়া যায়নি বলেই দাবি করছে নাসা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার ‘ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট’

(টেস)-এর গোয়েন্দা নজরদারিতেই ধরা দিয়েছে ওই তিনটি ভিন গ্রহ। এই তিন গ্রহ আপাদমস্তক পৃথিবীর মতোই কি না, তাদেরও আমাদের মতোই পুরু বায়ুমণ্ডল রয়েছে কি না, সেই মুলুকেও তরলজাতীয় বস্তু বা পানি এবং বাতাস আছে কিনা এখনো জানা যায়নি ঠিকই, কিন্তু সেখানে প্রাণের সহায়ক পরিবেশ মিলতে পারে, এই আবিষ্কারে এমন আশা জোরালো হয়ে উঠেছে বিজ্ঞানীদের।

গত ২৭ জুলাই আবিষ্কারের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘নেচার অ্যাস্ট্রোনমি’তে। যে গবেষক দলে রয়েছেন এক অনাবাসী ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী। কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নীলেশ মহাপাত্র। তিনিও দাবি করেছেন, গ্রহগুলো পৃথিবীর মতো হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানেও বাস করতে পারে ভিনগ্রহের প্রাণী।

 
Electronic Paper