ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিএসএমএমইউতে ৯৬ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক
🕐 ৩:১১ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৯

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন ওয়ার্ড, শিশু মেডিসিন ওয়ার্ড, ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), হাই ডিপেনডেন্সি ওয়ার্ড (এইচডিইউ) ও ডেঙ্গু চিকিৎসা সেলে গত ২৪ ঘণ্টায় ৩৩ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এর আগে বিএসএমএমইউতে আরও ভর্তি রয়েছে ৬৩ জন ডেঙ্গু রোগী। বর্তমানে হাসপাতালটিতে মোট ৯৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

গতকাল (৩০ জুলাই) বিএসএমএমইউর মিল্টন অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এসব তথ্য জানান। উপাচার্য জানান, ৯৬ জন রোগীর মধ্যে ২১ জন শিশু।

বিএসএমএমইউতে এখন পর্যন্ত কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি। তবে ভর্তি রোগীদের মধ্যে ৩ শিশু ও ৯ জন প্রাপ্তবয়স্কের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে একজন গর্ভবতী, বাংলাদেশে অধ্যায়নরত একজন নেপালী চিকিৎসক ও শিশু রয়েছেন। নিবিড় চিকিৎসায় তাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাছাড়া জরুরি বিভাগে জ্বরের রোগীর সংখ্যা বেড়েছে।

 
Electronic Paper