ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দেশে দেশে সর্বনাশা মহামারি

পীতজ্বর

বিবিধ ডেস্ক
🕐 ১২:৩৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৯

পীতজ্বর বা ইয়েলো ফিভার একটি ভাইরাসঘটিত রোগ। অধিকাংশ ক্ষেত্রে লক্ষণসমূহ হলো জ্বর, ক্ষুধামন্দা, বমিভাব, মাংসপেশিতে ব্যথা (বিশেষ করে পিঠে) ও মাথাব্যথা। লক্ষণগুলো সাধারণত পাঁচ দিনের মধ্যে সেরে যায়। কারও কারও ক্ষেত্রে লক্ষণগুলো উন্নতি হওয়ার একদিনের মধ্যে পুনরায় জ্বর হতে পারে, পেটব্যথা শুরু হয় ও যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়ে জন্ডিস হতে পারে ও শরীর হলুদ হয়ে যায়। এজন্য এই রোগের নাম পীতজ্বর রাখা হয়েছে।

জন্ডিস হলে রোগীর রক্তক্ষরণ ও কিডনি বিকলের আশঙ্কা বাড়ে। ফিলাডেলফিয়ায় ১৭৯৩ সালে এই রোগ মহামারী আকার ধারণ করেছিল। শুধু ফিলাডেলফিয়ায় ১০,০০০ মানুষ এই রোগে মৃত্যুবরণ করেছিল। সেখানকার অধিকাংশ মানুষ এমন কি রাষ্ট্রপতিও এই রোগের ভয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন।

 

পোলিও

পোলিও অত্যন্ত সংক্রামক একটি রোগ। এটি এমন একটি রোগ যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং মেরুদণ্ডকে প্রভাবিত করে। কখনো কখনো আক্রান্তকে পক্ষাঘাতগ্রস্ত করে। ১৯৫২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এর প্রাদুর্ভাবে ২০,০০০ শিশু পক্ষাঘাতগ্রস্ত এবং ৩,০০০ জনেরও বেশি শিশু মারা যায়। তখন থেকে একটি টীকা তৈরি করা হয়েছে এবং বেশির ভাগ শিশুই আজ এই রোগ থেকে সুরক্ষিত।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper