ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ত্রুটিপূর্ণ পশু কোরবানির বিধান

খোলা কাগজ ডেস্ক
🕐 ৮:৫১ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০১৯

বিষয়টি জানতে চেয়েছেন আসাদুল ইসলাম, আত্রাই, নওগাঁ থেকে।

নিম্নলিখিত ত্রুটিপূর্ণ পশু দ্বারা কোরবানি বৈধ নয়-
(১) যে পশুর দৃষ্টিশক্তি নেই।
(২) যে পশুর শ্রবণশক্তি নেই।
(৩) এই পরিমাণ লেংড়া যে, জবাই করার স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না।
(৪) লেজের অধিকাংশ কাটা।
(৫) কানের অধিকাংশ কাটা।
(৬) অত্যন্ত দুর্বল, জীর্ণ-শীর্ণ প্রাণী।
(৭) গোড়াসহ শিং উপড়ে গেছে।
(৮) পশু এমন পাগল যে, ঘাস পানি ঠিকমত খায় না। মাঠেও ঠিকমত চরানো যায় না।
(৯) জন্মগতভাবে কান নেই।
(১০) দাঁত মোটেই নেই বা অধিকাংশ নেই।
(১১) স্তনের প্রথমাংশ কাটা।
(১২) রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে গেছে।
(১৩) ছাগলের দুটি দুধের যে কোন একটি কাটা।
(১৪) গরু বা মহিষের চারটি দুধের যেকোন দুটি কাটা।
(১৫) জন্মগতভাবে একটি কান নেই।

 
Electronic Paper