ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এ সপ্তাহেই গঠিত হচ্ছে জাকসু নির্বাচন কমিশন

জাবি প্রতিনিধি
🕐 ৫:৫৬ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আগামী ২৬ জুলাইয়ের মধ্যে ঘোষণা করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

কমিশন গঠনের কাজ চলছে জানিয়ে উপাচার্য বলেন, জাকসু নির্বাচনকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। যে কোনো মূল্যে নির্বাচন দেওয়াই এখন আমাদের লক্ষ্য। সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে একটি নির্বাচন কমিশন গঠন করা হবে।

এর আগে ২৮ জুন শিক্ষার্থীদের দাবির মুখে ৩১ জুলাইয়ের মধ্যে জাকসু নির্বাচন কমিশন গঠন করার প্রত্যয় ব্যক্ত করেছিলেন অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

প্রসঙ্গত, সর্বশেষ ১৯৯২ সালে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ফলে দীর্ঘ ২৭ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ সিনেটে নেই নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণ।

 
Electronic Paper