ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভেসে উঠছে বন্যার ক্ষত

হৃদয় ইসলাম, কমলগঞ্জ (মৌলভীবাজার)
🕐 ৬:১২ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যায় এলজিইডির ১০টি রাস্তার প্রায় সাড়ে ছয় কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বন্যার পানিতে রাস্তার বিভিন্ন অংশে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এতে উপজেলার বন্যা আক্রান্ত এলাকার রাস্তাসমূহ বিপর্যস্ত হয়ে পড়েছে। যানবাহন চলাচল ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কয়েকটি গ্রামের যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় বর্তমানে সাঁকোই একমাত্র ভরসা।

এলজিইডি সূত্রে জানা গেছে, কমলগঞ্জ উপজেলায় পাঁচ দিনের বন্যায় রাস্তাঘাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ভানুগাছ ভায়া চৈত্যনগঞ্জ মূল সড়কের রামপাশা এলাকায় পানির তোড়ে প্রায় ১০০ মিটার রাস্তা সম্পূর্ণ ভেঙে যাওয়ায় তিনটি গ্রামের সড়ক যোগাযোগ বন্ধ ছিল। পরে এলাকাবাসী মিলে সাঁকো তৈরি করলে আংশিক যোগাযোগ শুরু হয়।

এছাড়া ভানুগাছ টু সড়ইবাড়ী রাস্তার ৯০০ মিটার, আদমপুর জিসি ভানুগাছ জিসি ভায়া ইসলামপুর রাস্তা ২০০ মিটার, আদমপুর আদকানী বাজার ভায়া কাউয়ারগলা রাস্তা ৪০০ মিটার, আদমপুর ইউপি অফিস ভায়া ভানুবিল জাঙ্গালিয়া মঙ্গলপুর রাস্তা ১০০০ মিটার, গোলেরহাওর ইসলামপুর অফিস রাস্তা ১০০ মিটার, আলীনগর চৌমুহনী ভায়া পূর্বকালীপুর ২০০ মিটার রাস্তাসহ সারা উপজেলায় প্রায় সাড়ে ছয় কিলোমিটার সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা।

উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ‘বন্যায় উপজেলার এখন পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেড় কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে। প্রতিদিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন পাঠানো হচ্ছে। দিন দিন ক্ষতির পরিমাণ বাড়ছে। প্রতিদিন রিপোর্ট পাঠানো হচ্ছে।’

 
Electronic Paper