ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিইউবিটিতে বিতর্ক প্রতিযোগিতা

প্রিয় ক্যাম্পাস ডেস্ক
🕐 ১:০২ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৯

সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) এর ডিবেট ক্লাব আয়োজন করেছিল আন্তঃবিভাগ বির্তক প্রতিযোগিতা। বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন বিইউবিটি ট্রাস্টি বোর্ডের সদস্য এ এফ এম সরওয়ার কামাল।

উদ্বোধনের পর বিইউবিটির ১১টি বিভাগের মোট ২০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে বিতর্ক কর্মশালা এবং তিন দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।

সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য প্রফেসর মো. আবু সালেহ। তিনি তারুণ্যের উদ্দীপনা ফিরিয়ে আনার পরামর্শ দেন। কর্মশালা পরিচালনা করেন, ঢাবি ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের বর্তমান আইনজীবী অমিত দাশগুপ্ত। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় বিইউবিটির আইন বিভাগের শিক্ষার্থীরা। রানার আপ হয় বিবিএর শিক্ষার্থীরা।

 
Electronic Paper