ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জ্ঞানের বাতি লুমিনারি

তানভীর আহাম্মেদ
🕐 ১২:৫৫ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৯

বিশ্ববিদ্যালয় জীবন, উচ্চশিক্ষা গ্রহণের জীবন। তবে লেখাপড়া করলেই তো চলেনা, সমাজ নিয়ে ভাবতে হয়।

আর সমাজের কল্যাণের কথা চিন্তা করেই এগিয়ে চলছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সংগঠন লুমিনারি।

নোবিপ্রবি ক্যাম্পাসটি নোয়াখালীর কিছুটা উপকূলীয় অঞ্চলে অবস্থিত। এই এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো প্রদান করাই এই সংগঠনের লক্ষ্য।

প্রতি শুক্রবার ক্যাম্পাসের আশপাশের বিভিন্ন গ্রামের সুবিধাবঞ্চিত প্রায় ৭০ জন শিশুকে পাঠ প্রদান করে থাকে এই সংগঠনের প্রায় ৩০-৩৫ জন তরুণ। শুধু শিক্ষার আলোই নয়, শিক্ষার পাশাপাশি খেলাধুলা, বিনোদন, শিশুদের উৎসাহ প্রদানে নানা ধরনের উপহারসহ খাবারের ব্যবস্থা করে থাকে লুমিনারির সদস্যরা।

পাশাপাশি এই সংগঠন চালাতে কোন অনুদানের প্রত্যাশা না করে সদস্যরা নিজেরাই খরচ বহন করে থাকেন।

 
Electronic Paper