ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দুই মাথাওয়ালা কচ্ছপ

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:৫৫ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০১৯

মালয়েশিয়ার মবুল দ্বীপে সন্ধান মিলল দুই মাথাওয়ালা এক সবুজ রঙের সামুদ্রিক কচ্ছপ। কিন্তু সদ্যোজাত সেই কচ্ছপছানাকে বেশি দিন বাঁচানো যায়নি। গত সোমবার সমুদ্র উপকূলবর্তী বালির চরেরবাসায় পাওয়া যায় ওই বাচ্চা কচ্ছপটিকে।

একই সঙ্গে আরও ৯০টি কচ্ছপছানা মিলেছে ওই বাসা থেকে। সামুদ্রিক জীবদের নিয়ে কাজ করা একটি সংস্থার কনজারভেশন ম্যানেজার ডেভিড ম্যাকান জানান, ওই কচ্ছপটি দেখে তিনি মুগ্ধ হয়ে যান। বাচ্চা কচ্ছপটির দুটো মাথা।

বিশেষজ্ঞের মতে, দুই মুখো সদ্যোজাত কচ্ছপটির সাঁতার বা হাঁটার সময় কোনো রকমের অসুবিধা হয় না।

ডেভিড যে সংস্থার কনজারভেশন ম্যানেজার তার চেয়ারম্যান মহম্মদ খাইরুদ্দিন রিমান জানান, এর আগে তারা প্রায় ১৩ হাজারেরও বেশি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছেন। কিন্তু এমন দুই মাথাওয়ালা কচ্ছপ তারা আগে কখনো দেখেননি।

গত সোমবার ওই কচ্ছপটির সন্ধান মেলার পর বুধবারই সে মারা যায়। তবে এটাই প্রথম নয়, এর আগে ২০১৪ সালে মালয়েশিয়ার পূর্ব উপকূলে পাওয়া গিয়েছিল এমনই একটি দুই মাথাওয়ালা কচ্ছপ। সেটি বেঁচে ছিল তিন মাস।

 
Electronic Paper