ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দশম শ্রেণি : গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর

বিজ্ঞান

মারুফ হাসান
🕐 ৫:৩৭ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৯

প্রশ্ন : জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ কী?
উ : বৈশ্বিক উষ্ণতা।

প্রশ্ন : সামুদ্রিক প্রবালের জীবনযাপনের জন্য উপযোগী তাপমাত্রা কত?
উ : সামুদ্রিক প্রবালের জীবনযাপনের জন্য উপযোগী তাপমাত্রা হলো ২২-২৮ সেলসিয়াস।

প্রশ্ন : সারা বিশ্বের বর্তমান জনসংখ্যা কত?
উ : ৬৬ বিলিয়ন।

প্রশ্ন : বাংলাদেশের কয়টি নদীর উৎপত্তিস্থল ভারতে?
উ : বাংলাদেশের ৫৫টি নদীর উৎপত্তিস্থল ভারতে।

প্রশ্ন : সাইক্লোন বাংলাদেশে কী নামে পরিচিত?
উ : ঘূর্ণিঝড়।

প্রশ্ন : বর্তমান বিশ্বের অন্যতম পরিবেশগত সমস্যা কোনটি?
উ : বর্তমান বিশ্বের অন্যতম পরিবেশগত সমস্যা হলো জনসংখ্যা বৃদ্ধি।

প্রশ্ন : বাংলদেশে সাধারণত কোন মাসে টর্নেডো হয়ে থাকে?
উ : বাংলাদেশে সাধারণত বৈশাখ মাসে (এপ্রিল-মে) টর্নেডো হয়।

প্রশ্ন : বাংলাদেশে কত সালে প্রলয়ঙ্করি বন্যা দেখা যায়?
উ : বাংলাদেশে প্রলয়ঙ্করি বন্যা দেখা যায়, ১৯৮৬, ১৯৮৮, ১৯৯৫, ১৯৯৮ ও ২০০৫ সালে।

প্রশ্ন : প্রাকৃতিক সম্পদ কাকে বলে?
উ : আমাদের জীবন ও জীবিকা নির্বাহের জন্য প্রকৃতি থেকে আমরা যে সম্পদ দ্রব্য পাই যেগুলোকে প্রাকৃতিক সম্পদ বলে।

প্রশ্ন : ভূমিকম্প মাপা যন্ত্রের নাম কী?
উ : ভূমিকম্পের মাত্রা পরিমাণ করা হয় রিখটার স্কেলে।

প্রশ্ন : সুনামি সৃষ্টির কারণ লিখ।
উ : সমুদ্র তলদেশে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ভূমিধস এবং নভোজাগতিক ঘটনার কারণে সুনামি সৃষ্টি হয়।

প্রশ্ন : প্রতিবছরে গড়ে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কতটুকু বাড়ছে?
উ : ১৯৬১-২০০৩ সালের মধ্যে গড়ে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা প্রতিবছরে ১.৮ মিটার বেড়েছে।

প্রশ্ন : সাইক্লোন কী?
উ : নিম্নচাপজনিত কারণে যখন প্রচণ্ড গতিবেগে ঘূর্ণনের আকারে বাতাস বয় তাই হলো সাইক্লোন।

প্রশ্ন : খরা কী?
উ : মাটিতে পানির পরিমাণ কমতে কমতে মাটি যখন পানিশূন্য হয়ে যায় তখন সেই অবস্থাকে খরা বলে।

প্রশ্ন : সুনামি শব্দের অর্থ কী?
উ. সুনামি শব্দের অর্থ বন্দরের ঢেউ।

প্রশ্ন : মরা নদী কাকে বলে?
উ : যেসব নদীর পানিতে অক্সিজেন স্বল্প তার কারণে এক পর্যায় মাছসহ সব প্রাণী মরে যায় সেসব নদীকে মরা নদী বলে।

প্রশ্ন : আমেরিকায় সাইক্লোনকে কী বলে?
উ : আমেরিকায় সাইক্লোনকে হারিকেন বলে।

প্রশ্ন : সাইক্লোন শব্দের অর্থ কী?
উ : সাইক্লোন শব্দের অর্থ সাপের কুণ্ডলী।

প্রশ্ন : সাইক্লোন শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উ : সাইক্লোন শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে।

প্রশ্ন : ২০৫০ সালে বিশ্বের লোক সংখ্যা কত দাঁড়াবে?
উ : প্রায় ১০ বিলিয়ন।

প্রশ্ন : ভূমিকম্প কী?
উ : ভূ-অভ্যন্তরে হঠাৎ সৃষ্ট কোনো কম্পন যখন ভূ-ত্বককে আকস্মিক আন্দোলিত করে তাকে ভূমিকম্প বলে।

প্রভাষক
মাইলস্টোন কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper