ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মানুষের সমান জেলিফিশ!

ডেস্ক রিপোর্ট
🕐 ১:১০ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৯

এবার সমুদ্রে দৈত্যাকার জেলিফিশ দেখা গেছে যা একজন পূর্ণবয়স্ক মানুষের সমান। জীববিজ্ঞানী ও সঞ্চালিকা হিসেবে কাজ করেন লিজি ড্যালি। সম্প্রতি তিনি ব্রিটেনের কর্নওয়াল সমুদ্র সৈকতের কাছে ডুবুরি হয়ে নেমেছিলেন। সেই সময় তার চোখে পড়ে একটি দৈত্যাকার জেলিফিশ। বড় আকারের জেলিফিশ তিনি আগেও দেখেছেন। কিন্তু এত বড় জেলিফিশ এই প্রথম দেখলেন বলে জানিয়েছেন লিজি।

সাধারণত জেলিফিশের আকার কয়েক সেন্টিমিটার হয়ে থাকে। কিন্তু কিছু প্রজাতির জেলিফিশ আকারে বড় হয়। তবে মানুষের সমান আকার খুব একটা মেলে না। তবে লিজি সমুদ্রের তলায় যে জেলিফিশ দেখে মুগ্ধ হয়েছেন, তা আকারে প্রায় প্রাপ্তবয়স্ক মানুষের সমান।

সমুদ্রের প্রাণীদের সংরক্ষণের জন্য মেরিন কনজারভেশন সোসাইটি বানিয়েছেন লিজি। সেই সংস্থার হয়েই ওয়াইন্ড ওসেন উইকে সমুদ্রের তলায় নেমেছিলেন তিনি। আর সে সময় এই দৈত্যাকার জেলিফিশের দেখা পেতেই ক্যামেরাবন্দি করা হয়েছে দুজনকেই।

 
Electronic Paper