ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সেতু নয় যেন মরণফাঁদ

ইউসুফ আলম সেন্টু, বাউফল
🕐 ৪:৩০ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৯

পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল ইউপির ৫নং ওয়ার্ডের হাওলাদার বাড়ি এলাকার সংলগ্ন সড়কে আরসিসি সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকলেও অদ্যবধি সেতুটি মেরামত কিংবা পুনর্নির্মাণে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেতুটির মধ্যবর্তী অংশে প্রায় ৭ ফুট দৈর্ঘ্য এবং ৬ ফুট প্রস্থের বিশাল আকৃতির অংশজুড়ে ঢালাই খসে গিয়ে বিক্ষিপ্তভাবে বেরিয়ে এসেছে লোহার রড। দুই পাশের রেলিংয়েরও একই দশা। স্থানীয়রা বিক্ষিপ্তভাবে বের হয়ে আসা ওই লোহার রডের ওপর কাঠের তক্তা বিছিয়ে পারাপার হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেতুটির এমন বেহাল দশার কারণে স্থানীয়রা এ সেতুটির নাম দিয়েছে কঙ্কাল সেতু।

স্থানীয় বাসিন্দা আবদুল জব্বার হাওলাদার জানান, বিকল্প পথ না থাকায় পূর্ব বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পশ্চিমে নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দুই থেকে তিন শতাধিক শিক্ষার্থী প্রতিদিন এ সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাসে আসা যাওয়া করে। সেতুটি এমন বেহাল দশার কারণে স্থানীয় কৃষকরাসহ বিভিন্ন পেশাজীবী মানুষ কোনো পণ্য পরিবহন করতে পারছেন না। দীর্ঘদিন ধরে সেতুটি মেরামত কিংবা পুনর্নির্মাণের কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সাধারণ জনগণ। তারা অচিরেই সেতুটি মেরামত কিংবা পুনর্নির্মাণের জোর দাবি জানান।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের বাউফল উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে যোগাযোগ করলে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানান, ৮-৯ বছর আগে সেতুটি নির্মাণ করা হয়।

বাউফল উপজেলা প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, আগামী অক্টোবর মাসে নতুন টেন্ডার দেওয়া হবে।

 
Electronic Paper