ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘শিক্ষক দেশ গড়ার কারিগর’

পিরোজপুর প্রতিনিধি
🕐 ৯:০৯ অপরাহ্ণ, জুলাই ১২, ২০১৯

শিক্ষকদের উদ্দেশ্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম বলেছেন, ‘শিক্ষকরা সব সময়ই শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দেবেন। ঘুষ, দুর্নীতি থেকে দূরে থাকার শিক্ষা দেবেন। তবে শিক্ষকতার নামে শিশু নির্যাতনকারী নরপশুদের পাশে কেউ দাঁড়াবেন না। শিক্ষার্থীদের মাতৃস্নেহে বড় করতে হবে। যারা শিক্ষকের আদর্শের জায়গাটা ধারণ করতে পারবেন না তাদের বর্জন করুন। শিক্ষকতাকে চাকরির সঙ্গে কখনো তুলনা করবেন না। কারণ আপনারা দেশ গড়ার কারিগর। শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতির অংশ করবেন না।’

শুক্রবার বাংলাদেশ শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল করার জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। এ কারণেই এ বছরের বাজেটে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে।’

জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে সংগঠনের জেলা সভাপতি সুখরঞ্জন ব্যাপারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাওসার আলী, অর্থ সম্পাদক মোস্তফা জামান খান, জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি কাজী মুজিবুর রহমান, কেন্দ্রীয় উপদেষ্টা দাশগুপ্ত আশিষ কুমার, জেলা শিক্ষা অফিসার সুনীল চন্দ্র সেন প্রমুখ।

 
Electronic Paper