ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পর্যটন প্রতিমন্ত্রীর সঙ্গে গাম্বিয়া ও সিয়েরালিওনের পর্যটন মন্ত্রীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
🕐 ৭:৪৬ অপরাহ্ণ, জুলাই ১২, ২০১৯

ঢাকা সফররত গাম্বিয়ার পর্যটন মন্ত্রী হামাত বাহ ও সিয়েরালিওনের পর্যটন উপমন্ত্রী উইলিয়াম আই কে রবিনসন আজ (শুক্রবার) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সাথে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে গাম্বিয়া ও সিয়েরালিওন উভয় দেশের পর্যটন মন্ত্রীই ঢাকা-ওআইসি সিটি অব ট্যুরিজম উদযাপন উপলক্ষে তাদের আমন্ত্রণ জানানোয় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। বৈঠকে সফররত দুই দেশের পর্যটন মন্ত্রীই পর্যটনের উন্নয়নে বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি বাংলাদেশ সফরের জন্য তাদের ধন্যবাদ জানান। ওআইসিভুক্ত সকল দেশের সমন্বিত চেষ্টায় সদস্য দেশগুলোর পর্যটন আন্তর্জাতিক বাজারে আরো শক্তিশালী হবে হবে আশা প্রকাশ করেন মো. মাহবুব আলী এমপি।

 

 
Electronic Paper