ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৭:০৪ অপরাহ্ণ, জুলাই ১২, ২০১৯

আফগানিস্তানের পূর্বাঞ্চল নাগারহার প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত ও ৪০ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে এক শিশু আফগানিস্তানের নাগারহার প্রদেশের পাচিরাগাম জেলার ওই বিয়ের অনুষ্ঠানে এই আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে প্রাদেশিক মুখপাত্র আত্তাউল্লাহ খুগ্যানি জানান, নাগারহার প্রদেশের পুলিশপ্রধান ওই বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আত্তাউল্লাহ খুগ্যানি আরো বলেন, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ওই সামরিক বাহিনী কমান্ডারকে লক্ষ্য করে এক শিশুর মাধ্যমে এই বোমা হামলা ঘটানো হয়।

এ হামলার দায় অস্বীকার করেছে তালেবান। নাগারহার প্রদেশ পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল হলেও তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে কোনো ধরনের বোমা হামলা ঘটায়নি তালেবান।

তবে ধারণা করা হচ্ছে, এ হামলা ঘটানোর পেছনে আইএস জঙ্গি সংগঠনের ভূমিকা থাকতে পারে। কারণ, পাচিরাগাম অঞ্চলে আইএস জঙ্গিদের আনাগোনা রয়েছে।

এ ছাড়া আইএস জঙ্গি সংগঠনটি গত বছর কাবুলে একটি শিক্ষাকেন্দ্রে বোমা হামলা ঘটিয়েছে, যে হামলায় অনেকের প্রাণহানি হয়।

 
Electronic Paper