ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সড়কে ঝুলছে বিদ্যুতের তার নিরব প্রশাসন

সাজন আহম্মেদ পাপন, কিশোরগঞ্জ
🕐 ৫:১১ অপরাহ্ণ, জুলাই ১২, ২০১৯

গাইটাল বাসস্ট্যান্ড এলাকার সড়কটি অতি গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে বিবেচিত হয় কিশোরগঞ্জে। এ সড়ক ধরেই কিশোরগঞ্জে প্রবেশ করতে হয়। এ সড়কের পাশেই কিশোরগঞ্জ পুলিশ লাইন্স। প্রতিদিন এ সড়ক দিয়ে প্রায় লক্ষাধিক মানুষ যাতায়াত করে।

এমন জনগুরুত্বপূর্ণ সড়কের পূর্ব পাশেই দেখা যায় পিডিবি’র আওতাধীন বৈদ্যুতিক খুঁটির তার ঝুলে আছে। হাত বাড়ালেই ধরে ফেলা যাবে এমন অবস্থা। যে কোন মুহুর্তেই ঘটে যেতে পারে দুর্ঘটনা।

এলাকাবাসী জানায়, গত সাড়ে ৩ বছর ধরে এভাবেই ঝুলে আছে বিদ্যুতের তার। আমরা খুব সাবধানতার সঙ্গে চলাফেরা করি। এ নিয়ে বারবার পিডিবি’র স্মরণাপন্ন হলেও টনক নড়ছে না তাদের। এ সড়কের পাশে প্রায় ১০-১৫ হাজার মানুষের বসবাস। ফলে প্রতিনিয়ত আতঙ্কে থাকি, কখন কি ঘটে যায়। যেখানে বিদ্যুতের তার ঝুলে আছে তার পাশেই অনেক ব্যবসা প্রতিষ্ঠান।

ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা জানান, আমরা কিশোরগঞ্জ পিডিবি’র কাছে অভিযোগ করলেও এখন পর্যন্ত তার কোন প্রতিকার পাইনি।

কিশোরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদি হাসান জানান, যত দ্রুত সম্ভব এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 
Electronic Paper