ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পিকাসোর আঁকা প্লেট

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০১৯

পাবলো পিকাসোর কাজের সঙ্গে টুকটাক আমরা সবাই পরিচিত। সারা জীবনে পিকাসো ৬৩৩টি স্পেশাল এডিশন তৈরি করেছেন। আমেরিকার একটি টেলিভিশন শোতে ‘অ্যান্টিক নমুনা’ নিয়ে আলোচনা হয়।

বর্তমান সময়ে নমুনাগুলোর দাম কেমন হতে পারে সেই বিষয়েও এখানে আলোচনা করা হয়। এমনই এক পর্বে গিয়ে এক মহিলা একটি প্লেট দেখিয়ে জানান, ১৯৭০ সালে ওই প্লেটটি তাদের রোড আইল্যান্ডের বাড়িতে নিয়ে আসেন তিনি। তার প্লেট সংগ্রহের শখ রয়েছে। কিন্তু মজার বিষয় হলো, প্লেটটি বেশ কয়েক বছর তার রান্নাঘরে স্টোভের উপর ঝুলছিল। বাড়ির শোভা বাড়িয়ে তোলার জন্য তিনি প্লেটটি রান্নাঘরে ঝুলিয়ে রেখেছিলেন। বাচ্চারাও নাকি খুব পছন্দ করত এই প্লেটটির হাস্যকর মুখ।

পরে ওই মহিলা অনুষ্ঠানে গিয়ে জানতে পারেন ওটা পিকাসোর নিজের হাতে আঁকা। সঞ্চালক জানান, এই প্লেটটির আসল নাম হলো ‘ফেস ইন অ্যান ওভাল’। পিকাসোর প্রতিটি কাজের একটি নাম আছে। পিকাসো অনেক ধরনের স্পেশাল অবজেক্ট তৈরি করেছেন যেগুলোর মূল্য বর্তমানে লাখ লাখ টাকা।

 
Electronic Paper