ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মন্ত্রীর বাড়ির সামনে কাঁকড়া ছেড়ে প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:৪২ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০১৯

ভারতের মহারাষ্ট্রের ভারীবর্ষণে বাঁধ ভেঙে আকস্মিক বন্যায় অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটেছে। রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকারের পানি সংরক্ষণবিষয়ক মন্ত্রী বাঁধ ভেঙে যাওয়ার ঘটনায় কাঁকড়ার ওপর দায় চাপিয়েছেন।

কাঁকড়া গর্ত করায় বাঁধ ভেঙে গেছে, তার এমন যুক্তির পর অভিনব প্রতিবাদের মুখে পড়েছেন এই মন্ত্রী। তার বাড়ির সামনে এক বস্তা জীবন্ত কাঁকড়া ছেড়ে ওই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

গণমাধ্যম বলছে, অতিরিক্ত বৃষ্টির পানির চাপে মহারাষ্ট্রের রত্নগিরিতে বাঁধ ভেঙে অন্তত ১৯ জনের মৃত্যু হয়।

এরপর মহারাষ্ট্রের পানি সংরক্ষণমন্ত্রী শিবসেনার তানাজি সবন্ত বলেন, কাঁকড়ার জন্য ওই বাঁধের ক্ষতি হয়েছে, তাই বাঁধ ভেঙেছে। এই মন্তব্যের প্রতিবাদ জানায় ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)। তারা গত মঙ্গলবার কাঁকড়া ছেড়ে এই অভিনব প্রতিবাদ করেন।

 
Electronic Paper