ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

টেকনাফে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি
🕐 ৯:০১ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০১৯

কক্সবাজারে অস্ত্রসহ ৩ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান।

আটকরা হলেন, টেকনাফের মুচনী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা মো. আব্দুর রহমানের ছেলে মো. সুলতান (১৯), একই ব্লকের মো. আলমের ছেলে মো. আয়াস (১৮) ও মো. জুবায়েরের ছেলে মো. নুর কামাল (১৮)। তাদের মধ্যে সুলতানের কাছে একটি একনলা বন্দুক ও আয়াসের কাছে একটি খেলনা পিস্তল পাওয়া যায়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান বলেন, তথ্যের ভিত্তিতে অভিযানে গিয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 
Electronic Paper