ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

ক্রীড়া প্রতিবেদক
🕐 ৩:৫৮ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৯

একজন জন্মদাতা, আরেকজন সর্বকালেই শক্তিশালী। ক্রিকেটের এই দুই মহারথী হলো ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। তারা মুখোমুখি হলে সেখানে থাকে আলাদা উত্তেজনা, আলাদা তাৎপর্য। কারণ তাদের দ্বৈরথ যে গত দুইশ বছরের! আজ আরও একবার এই বনেদি দ্বৈরথ দেখছে ক্রিকেটবিশ্ব।

এখন পর্যন্ত ৬ বার সেমিফাইনাল খেলে প্রতিবারই ফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার সেই ধারা অব্যাহত রাখতে আজ (বৃহস্পতিবার) ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে অস্ট্রেলিয়া। বার্মিংহামের ব্যাটিং বান্ধব উইকেটে টস জিতে আগে ব্যাট করবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

এদিকে একাধিক ইনজুরির শিকার অস্ট্রেলিয়া। কিন্তু বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের একাদশে এসেছে এক পরিবর্তন। ইনফর্ম উসমান খাজার বদলে সেরা একাদশে ঢুকেছেন পিটার হ্যান্ডসকম্ব।

তবে অপরিবর্তিত দল নিয়ে খেলতে নেমেছে স্বাগতিক ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সবাই আছেন একাদশে।

ইংল্যান্ড একাদশ : জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগ্যান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, মার্ক উড, জোফরা আর্চার, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ।

অস্ট্রেলিয়া একাদশ : অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব, মার্কোস স্টইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জেসন বেহরেনডর্ফ, নাথান লিওন।

 
Electronic Paper