ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বিজ্ঞান ও প্রযুক্তি

আবু সাঈদ
🕐 ২:১৩ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৯

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই।

১. ম্যালেরিয়ার জীবাণুকে কী বলে?
ক. আর্টমেথেরি
খ. প্লাকসোডিয়াম
গ. প্লাজসোডিয়াম
ঘ. এডি পোজ
২. সাধারণত কোন অঙ্গে শিরোসিস হয়?
ক. হৃদপিন্ডে
খ. লিভারে
গ. পিত্তথলিতে
ঘ. ফুসফুসে
৩. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতুনির্মিত অক্ষরের প্রয়োজন ফুরানোর বড় কারণ
ক. কম্পিউটার
খ. অফসেট পদ্ধতি
গ. ফটোগ্রাফি
ঘ. প্রসেস ক্যামেরা
৪. নিচের কোনটি ট্রানজিস্টারের অংশ নয়?
ক. নিঃসারক
খ. সংগ্রাহক
গ. পীট ঘ. সীট
৫. সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভেতরে কী গ্যাস সাধারণত ব্যবহার করা হয়?
ক. নাইট্রোজেন
খ. হিলিয়াম
গ. নিয়ন
ঘ. অক্সিজেন
৬. কোনটি চৌম্বক পদার্থ?
ক. পারদ খ. বিসমাথ
গ. এ্যান্টিমনি
ঘ. কোবাল্ট
৭. ক্যাসেট ফিতার শব্দ রক্ষিত হয় কি হিসাবে?
ক. বৈদ্যুতিক ক্ষেত্র হিসাবে
খ. মেমোরি চিপ হিসাবে
গ. চুম্বক হিসাবে
ঘ. কার্বন ক্ষেত্র হিসাবে
৮. সাধারণ ড্রাইসেলের ইলেক্ট্রোড হিসেবে থাকে
ক. কার্বন দ- ও দস্তার কৌটা
খ. তামার দ- ও দস্তার দ-
গ. তামার পাত ও দস্তার পাত
ঘ. তামার দ- ও দস্তার কৌটা
৯. পরিবাহিতার একক কোনটি?
ক. নিট খ. লুসেন
গ. ওহম ঘ. সিমেন্স
১০. সূর্যের শক্তি উৎপন্ন হয়
ক. পরমাণুর ফিশন পদ্ধতিতে
খ. পরমাণুর ফিউশন পদ্ধতিতে
গ. রাসায়নিক বিক্রিয়ার ফলে
ঘ. তেজস্ক্রিয়তার ফলে
১১. প্রযুক্ত বল ও বলের অভিমুখে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কি বলে?
ক. ক্ষমতা
খ. গতিশক্তি
গ. কাজ
ঘ. রূপান্তরিত শক্তি
১২. যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে
ক. ডায়নামো
খ. মোটর
গ. অ্যাডাপটর
ঘ. অ্যামিটার
১৩. বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল যা রূপান্তরিত করে-
ক. তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে খ. তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে
গ. যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে ঘ. তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে।
১৪. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়-
ক. আয়ন বায়ু খ. প্রত্যয়ন বায়ু
গ. মৌসুমি বায়ু ঘ. নিয়ত বায়ু।
১৫. জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কারণ-
ক. এরা অনেক ছোট
খ. এদের কা-ে অনেক বায়ু কুঠুরি থাকে গ. এরা পানিতে জন্মে
ঘ. এদের পাতা অনেক কম থাকে।
১৬. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-
ক. নাইট্রোজেন গ্যাস খ. মিথেন
গ. হাইড্রোজেন গ্যাস
ঘ. কার্বন মনোক্সাইড
১৭. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয়-
ক. পরমাণু খ. ইলেকট্রন
গ. অণু ঘ. প্রোটন
১৮. সমুদ্র স্রোতের অন্যতম কারণ-
ক. বায়ুপ্রবাহের প্রভাব
খ. সমুদ্রের পানিতে তাপের পরিচালনা গ. সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য
ঘ. সমুদ্রের ঘূর্ণিঝড়

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১. গ ২. খ ৩. গ ৪. ঘ ৫. ক ৬. ঘ ৭. গ ৮. ক ৯. ঘ ১০. খ ১১. গ ১২. ক ১৩. ঘ ১৪. ঘ ১৫. খ ১৬. খ ১৭. ক ১৮. ক।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper