ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

সাধারণ জ্ঞান ও বাংলা সাহিত্য

আবু সাঈদ
🕐 ৮:২১ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৯

১. সম্প্রতি কোথায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়?
ক) চীন খ) জাপান
গ) যুক্তরাজ্য
ঘ) দক্ষিণ কোরিয়া

২। দেশের গবেষণার উন্নয়নে উচ্চশিক্ষা সাহায্য করে থাকে-

ক) জ্ঞানের পরিসরের বৃদ্ধি
খ) শিক্ষাদান কার্যের দক্ষতায়
গ) মানব জীবনের সমৃদ্ধিতে
ঘ) আবিষ্কারের পথ

৩। শিক্ষা ক্ষেত্রে সহজ পদ্ধতিতে একটি বিষয় শিক্ষা দেওয়া হয় মনোবিজ্ঞানের কোন যুক্তির ওপর নির্ভর করে?
ক) বিষয়বস্তু শেখাতে কষ্ট হয়
খ) শিক্ষার্থী দ্রুত বিষয়বস্তু অনুধাবন করতে পারে
গ) বিষয়বস্তু সহজ হলে শিক্ষার্থীর আগ্রহ কমে যায়
ঘ) সহজ বিষয়বস্তু শেখালে শিক্ষার্থী অকৃতকার্যতার হাত থেকে রক্ষা পায়।

৪। আমাদের দেশে প্রাথমিক শিক্ষার উন্নয়নে কোন সংস্থা সবচেয়ে বেশি সাহায্য-সহযোগিতা করে?
ক) ইউনিসেফ
খ) বিশ্বব্যাংক
গ) বিশ্ব সাহায্য সংস্থা
ঘ) ইসলামী উন্নয়ন সংস্থা

৫। স্বাধীনের বিপরীত শব্দ হলো-
ক) মুক্ত খ) মুক্তি
গ) পরাধীন
ঘ) চঞ্চল

৬। রক্তকরবী নাটকটি কার লেখা?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) জীবনানন্দ দাস
গ) আবু ইসহাক
ঘ) জহির রায়হান

৭। আনন্দমঠ উপন্যাসটি কার লেখা?
ক) অক্ষয় কুমার দত্ত
খ) ফাগুনি মুখোপাধ্যায়
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৮। Origin and Development of the Bengali Language গ্রন্থটির লেখক কে?
ক) ড. সুকুমার সেন
খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ) ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
ঘ) ড. দীনেশ চন্দ্র সেন

৯। নিচের কোন নাটকটি মঞ্চায়ন করা হয় একটি কারাগারে?
ক. কারাগার
খ. নীলদর্পণ
গ. কবর ঘ. সিরাজউদ্দৌলা

১০। কোনটি ঠিক?
ক) গোরা (নাট্যগ্রন্থ)
খ) বিদ্রোহী (কাব্যগ্রন্থ)
গ) পথের দাবি (উপন্যাস)
ঘ) একাত্তরের দিনগুলো (উপন্যাস)

১১। কোন বানানটি শুদ্ধ?
ক) সমীচীন খ) সমিচীন
গ) সমীচিন ঘ) সমিচিন

১২। কর্মধারায় সমাসে কোন পদ প্রধান?
ক) অন্যপদ
খ) উভয়পদ
গ) পূর্বপদ
ঘ) পরপদ

১৩। চন্দ্রের সমার্থক শব্দ নয়-
ক) চাঁদ খ) নিশাকর
গ) অদ্রি ঘ) হিমকর

১৪। ঠোঁট কাটা বলতে কী বুঝায়?
ক) অহংকারী
খ) স্পষ্টভাষী
গ) মিথ্যাবাদী
ঘ) পক্ষপাতদুষ্ট

১৫। উইম্বলডন ট্রফি কোন খেলার জন্য দেওয়া হয়?
ক) ক্রিকেট
খ) লন টেনিস
গ) ঘোড় দৌড়
ঘ) ফুটবল

১৬. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) প্রতিষ্ঠিত হয় কবে?
ক) ১৯৭১ সালে
খ) ১৯৭৪ সালে
গ) ১৯৯৫ সালে
ঘ) ১৯৯৭ সালে

১৭. ক্রিকেট খেলার জন্ম কোন দেশে?
ক) আফ্রিকা
খ) ভারত
গ) ইংল্যান্ড
ঘ) অস্ট্রেলিয়া

২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১. ক ২. ক ৩. ঘ ৪. ক
৫ .গ ৬. ক ৭. ঘ ৮. গ ৯. গ ১০. গ ১১. ক ১২. ঘ ১৩. গ ১৪. খ ১৫. খ ১৬. ক ১৭. গ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper