ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পিপলস লিজিং পতনের শীর্ষে

অর্থনৈতিক প্রতিবেদক
🕐 ৬:৩৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৯

বন্ধের ঘোষণায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল (৯ জুলাই) টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (পিএলএফএসএল)। সকাল থেকে আর্থিক খাতের এ প্রতিষ্ঠানটির শেয়ার কেনাবেচার বাজার মন্দা ছিল। বিক্রেতাদের শেয়ার বিক্রির যথেষ্ট প্রস্তাব থাকলেও ক্রেতাশূন্য ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, কোম্পানিটি বন্ধের ঘোষণায় লেনদেনে এমন প্রভাব পড়েছে। বিপুল পরিমাণ খেলাপি ঋণ আর আমানতকারীদের টাকা ফেরতে ব্যর্থতার কারণে প্রতিষ্ঠানটিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ঘোষণা ও আর্থিক অবস্থার দুর্দশার কারণে বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন। তাই প্রতিষ্ঠানটি রয়েছে দর পতনের তালিকার শীর্ষে।

উল্লেখ, আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক দেশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) লাইসেন্স দিয়ে থাকে। পিপলস লিজিং এর নাজুক অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকই কোম্পানিটির লাইসেন্স বাতিল ও এটিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

 
Electronic Paper