ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যুগান্তকারী মহৌষধ আবিষ্কার

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:৫৭ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৯

মানুষের যৌবন ফিরিয়ে দিতে দীর্ঘদিন যাবৎ গবেষণা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। সম্প্রতি তারা জানিয়েছেন, মানুষকে চিরযৌবন দিতে তারা শিগগিরই নিয়ে আসছেন এক মহৌষধ। এ ওষুধ মানুষের অকাল বার্ধক্যকে ঠেকাবে, সেই সঙ্গে আয়ু বাড়িয়ে দেবে ১০ বছরের বেশি।

বিজ্ঞানীরা আরও বলছেন, এই গবেষণার জন্য তারা ‘হাচিসন গ্লিফোর্ড প্রোজেরিয়া সিনড্রোমে’ (এইচজিপিএস) আক্রান্ত শিশুদের ত্বকের কোষ নিয়েছিলেন। এটি একটি বিরল রোগ। এতে আক্রান্ত শিশুরা দ্রুত বুড়িয়ে যায়। মোটামুটি ১২ বছর বয়সে সাধারণত তাদের মৃত্যু হয়। বিজ্ঞানীরা ‘র‌্যাপামাইসিন’ নামের এক ধরনের ওষুধ ব্যবহার করে ওই শিশুদের কোষকে সারিয়ে তুলেছেন।

বিজ্ঞানীরা এই ওষুধকেই চিরযৌবনের ওষুধ হিসেবে আখ্যায়িত করেছেন। মানুষের অঙ্গ প্রতিস্থাপনের সময় এই র‌্যাপামাইসিন ব্যবহার করা হয় শরীরের প্রতিরোধ ব্যবস্থা দুর্বল করার জন্য। ইস্টার আইল্যান্ডের মাটিতে পাওয়া এক ধরনের ব্যাকটেরিয়া থেকে এটি তৈরি করা হয়েছে।

 
Electronic Paper