ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পালসার বাবু

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
🕐 ৯:৪৭ অপরাহ্ণ, জুলাই ০৯, ২০১৯

যশোরের মনিরামপুরের ইত্যা গ্রামের ক্ষুদ্র গরু ব্যবসায়ী ইয়াহিয়া মোল্লা। গরু ব্যবসার পাশাপাশি শখের বসে একটি করে ষাঁড় পোষেন তিনি। গত তিন বছর ধরে তার পোষা ষাড়টির এখন দাম ১২ লাখ টাকা। তিনি ষাঁড়টির নাম দিয়েছেন পালসার বাবু। এবারের কোরবানিতে গরুটি বিক্রি করতে চান তিনি।

মনোয়ারা বেগম বলেন, রোজার ঈদের পর থেকে গরু দেখতে বাড়িতে লোকজন আসা শুরু করেছে। গত দশ দিন ধরে মানুষের ভিড় বেড়েছে। বিকেল হলে উঠানে লোক ভরে যায়।

ইয়াহিয়া বলেন, আমি ক্ষুদ্র ব্যবসায়ী। ১৯৯৬ সাল থেকে একটা করে বড়ান জাতের গরু পুষে আসছি। ৪৫ হাজার টাকায় তিন বছর আগে হলেস্টিয়ান জাতের গরুটা কেনা। শখ করে ওর নাম দিছি পালসার বাবু। গত বছর সাড়ে পাঁচ লাখ টাকা দাম হইল। বিক্রি করিনি।

ঢাকার একটা পার্টি সাড়ে আট লাখ দাম বলেছে। গরুর গায় বিশ মণ মাংশ আছে। এবার গরুর দাম চাচ্ছি ১২ লাখ টাকা। ওই দামে গরু বিক্রি করতে পারলে ক্রেতাকে খুশি হয়ে পালসার মোটরসাইকেল উপহার দেব।

 
Electronic Paper