ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দায় কার?

আব্দুল মালেক জাগরণী
🕐 ১২:৫৩ অপরাহ্ণ, জুলাই ০৯, ২০১৯

গ্যাসের গায়ে হাত দিও না ওর হয়েছে জ্বর
থার্মোমিটার নিয়ে এসো, কাঁপছে ও থরথর।
জ্বরটা মেপে দেখছি এখন একশো পাঁচের কাছে
জ্বর কমানোর ওষুধ বল, কারোর কাছে আছে?

গ্যাসের আবার জ্বর হয় নাকি? বলল আবুল চাচা
চাচা আমার সরল-সোজা অঙ্কেও খুব কাঁচা।
গ্যাসের আছে সম্পর্ক সকল কাজের সাথে
আকাশ ছোঁয়া গ্যাসের দামে ক্ষতি সকল খাতে।

‘আমরা বাপু গাঁয়ে থাকি গ্যাসের কী দরকার
ঘটছে ঘটুক শহরটাতে তুঘলকি কারবার!’
কিন্তু চাচা, সার কেনো না? গ্যাস তো লাগে সারে
কৃষিকাজে বাড়বে খরচ, দোষটা দেবে কারে?

চুলার খরচ বেড়ে যাবে, বাড়বে গাড়ির ভাড়া
সব জিনিসের মূল্য তখন করবে পিছন তাড়া!
অনেক ভেবে চাচা বলেন, ‘দেখছি এ কী আরে
গাঁয়ে আগুন লাগলে পরে গাঁয়ের লোককে ছাড়ে!’

বাড়তি টাকা হুড়হুড় করে যায় সাহেবের ঘরে
কৃষক তাঁতি জেলে কুমার ধুঁকেধুঁকে মরে।
বাঁচতে হলে জানতে হবে বাঁচার উপায়গুলো
চিনতে হবে যেজন তোমার চোখে ছিটায় ধুলো।

জলের ভেতর লুকিয়ে মাথা যায় কখনো বাঁচা?
সহজ হিসাব বুঝুন এবার অঙ্কে যারা কাঁচা।
কান টানলে মাথা আসে সূত্রটা ভাই এই
আমার শুধু একারই দায়, তোমার কি দায় নেই?

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper