ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ধর্মকথা

অমুসলিমকে কোরআন দেওয়া যাবে কি?

খোলা কাগজ ডেস্ক
🕐 ৯:৪৬ পূর্বাহ্ণ, জুলাই ০৬, ২০১৯

প্রশ্নটি করেছেন মুনতাহা নওরীন, দাকোপ, খুলনা থেকে

ইসলাম প্রচারের স্বার্থে কোনো অমুসলিমকে আরবি টেক্সট ছাড়া শুধু কোরআনের অনুবাদ প্রদানে কোনো ধরনের বাধা, ক্ষতি বা আপত্তি নেই। এছাড়া কোরআনের মূল গ্রন্থ প্রদানের ক্ষেত্রে সেসব লোককেই বাছাই করতে হবে, যারা প্রকৃতই ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী।

এছাড়া, সাধারণভাবে অমুসলিমদের মাঝে কোরআন বিতরণকে নিরুৎসাহিত করছি। কেননা স্কলারদের সুবিদিত অভিমত হলো, কোরআনের ওপর কোনো অবিশ্বাসীকে আধিপত্যশীল করা জায়েজ নয়। তবে যদি তাদের ইসলাম গ্রহণের সম্ভাবনা থাকে এবং তারা যথার্থভাবে খোলা মনে ইসলামকে জানতে আগ্রহী হয়, তাহলে তাদের কোরআন প্রদান করায় কোনো ক্ষতি বা আপত্তি নেই।

তবু উত্তম হলো, তাকে লাইব্রেরিতে দাওয়াত দেওয়া; সেটা নিজের বাসার লাইব্রেরি হোক কিংবা পাবলিক লাইব্রেরি হোক। এরপর আন্তরিকভাবে তার কাছে থাকা এবং তাকে পড়তে ও বুঝতে সহযোগিতা করা। আর যাদের দ্বারা ইচ্ছাকৃতভাবে কোরআনের অসম্মান বা ক্ষতি হতে পারে, তাদের কোরআন প্রদান থেকে পুরোপুরি বিরত থাকা আমাদের কর্তব্য। এর বেশি আল্লাহ ভালো জানেন।

 
Electronic Paper