ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মালয়েশিয়া থেকে লাশ হয়ে ফিরলেন ইমামুল

যশোর প্রতিনিধি
🕐 ৬:০৩ অপরাহ্ণ, জুলাই ০৫, ২০১৯

বুক চাপড়ে বিলাপ করছেন হালি খাতুন। মাঝে মধ্যে জ্ঞান হারিয়ে ফেলছেন। জ্ঞান ফিরলে বলছেন ‘বাবা, তুই আমারে কী করে গেলি! আমি এখন কাকে নিয়ে বাঁচবো’। ছেলের মরদেহ দেখে এভাবেই আহাজারি করছেন মা হালি খাতুন। দিন-বদলের স্বপ্ন নিয়ে মাস খানেক আগে মালয়েশিয়া গিয়েছিলেন ইমামুল হোসেন (১৯)। স্বপ্ন পূরণ হয়নি তার।

বুধবার রাতে মালয়েশিয়া থেকে বাড়ি ফিরেছে ইমামুলের লাশ। অ্যাম্বুলেন্সে তার মরদেহ বাড়িতে পৌঁছলে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। মা-বাবা আর ছোট ভাইয়ের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। ইমামুল হোসেনের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার উত্তর দেউলি গ্রামে।

ইমামুল হোসেনের বাবা হাসান আলী জানান, এক মাস পাঁচ দিন আগে স্থানীয় এক দালালের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়ায় যান ইমামুল। এ জন্য ৩ লাখ ৬০ হাজার টাকা খরচ হয়েছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করতেন ইমামুল।

গত ২৫ জুন স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে ওই দোতলা ভবনে রড ওঠানোর সময় পা ফসকে মাটিতে পড়ে যান ইমামুল।

এতে সে গুরুতর আহত হয়। সেখানে কর্মরত শ্রমিকরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। ২৭ জুন বেলা ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যায় ইমামুল।

 
Electronic Paper