ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মিউচুয়াল ফান্ডের দাপট

নিজস্ব প্রতিবেদক
🕐 ১২:৩০ অপরাহ্ণ, জুলাই ০৫, ২০১৯

শেয়ারবাজারে বেহাল দশায় রয়েছে মিউচ্যুয়াল ফান্ড। দিনের পর দিন ধুঁকতে থাকা বেশ কয়েকট মিউচ্যুয়াল ফান্ড হঠাৎ করেই গতকাল বৃহস্পতিবার দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে আটটি স্থানই দখল করেছে মিউচ্যুয়াল ফান্ড। এমনকি লেনদেন শুরুর প্রথম ঘণ্টাতেই সর্বোচ্চ দাম বেড়ে হল্টেড হয়েছে তিনটি মিউচ্যুয়াল ফান্ড।

এরপরও মিউচ্যুয়াল ফান্ডগুলোর ইউনিট বিক্রি করতে চাননি ইউনিটহোল্ডাররা। বিক্রেতা সংকটে ডিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় হল্টেড হয়ে যাওয়া মিউচ্যুয়াল ফান্ড তিনটির মধ্যে রয়েছে আইসিবি এমপ্লযিজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ান, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড।

স্বাভাবিকভাবেই এই তিন মিউচ্যুয়াল ফান্ড দাম বাড়ার শীর্ষ তিনটি প্রতিষ্ঠানের স্থান দখল করেছে। দাম বাড়ার শীর্ষ ১০-এ থাকা বাকি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে রয়েছে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং ‘রিলায়েন্স ওয়ান’ দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড।

 
Electronic Paper