ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সড়কে পশুর হাট

জসিম উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী)
🕐 ৮:৪৩ অপরাহ্ণ, জুলাই ০৪, ২০১৯

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর-গাজীপুর সড়ক দখল করে চলছে গবাদিপশুর হাট। দেদার চলছে গরু-ছাগলসহ বিভিন্ন গবাদিপশু কেনাবেচা। সড়কের ওপরে এ হাটের কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে অনেকেই।

স্থানীয়রা জানান, বাজার এলাকার হাতেগোনা কিছু ব্যবসায়ী, ইজারাদার লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। বাজার এলাকায় বাড়ছে যানজট। পক্ষান্তরে বছরের পর বছর এ অবস্থা চললেও উপজেলা প্রশাসন ফুটপাত দখলমুক্ত করার কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। এ ব্যাপারে বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান হাওলাদার জানিয়েছেন, কয়েক বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি কোনো ব্যবস্থা নেয়নি।

ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার জানান, সড়ক দখল করে গবাদি পশুর বাজার এটা আসলেই ব্যবসায়ী ও যাতায়াতকারী সবার জন্য ক্ষতিকারক একটা বিষয়। যেকোনো সময় প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। আমিও চাই কর্তৃপক্ষ যাতে জনসুরক্ষামূলক স্থানে বাজার প্রতিস্থাপন করে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 
Electronic Paper