ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইসলামে এতিমদের প্রতি কেমন আচরণের বিধান রয়েছে?

খোলা কাগজ ডেস্ক
🕐 ৯:২৬ পূর্বাহ্ণ, জুলাই ০৪, ২০১৯

বিষয়টি জানতে চেয়েছেন আমির হোসেন, কুড়িগ্রাম থেকে।

এতিমদের ব্যাপারে ইসলামে সুন্দর বিধানের কথা বলা হয়েছে। এ সংক্রান্ত একটি হাদিস হচ্ছে-রাসুল (স.) একদিন দুই আঙ্গুল প্রদর্শনের মাধ্যমে বলেন, আমি এবং এতিম লালন-পালনকারী এইভাবে পাশাপাশি অবস্থান করবো (ইবনে মাজাহ হাদিস)।

এতিমদের ধন-সম্পদ রক্ষার সার্বিক বিষয়ে আল্লাহপাক ঘোষণা করেছেন, এতিমদের প্রতি বিশেষ লক্ষ্য রাখবে, যে পর্যন্ত না তারা বিয়ের বয়সে পৌঁছে। যদি তাদের মধ্যে বুদ্ধি-বিবেচনা দেখা যায়, তাহলে তাদের সম্পদ তাদের হাতে অর্পণ করতে পারবে।

এতিমের সম্পদ প্রয়োজনের অতিরিক্ত খরচ করো না অথবা তারা বড় হয়ে যাবে মনে করে তাড়াতাড়ি খেয়ে ফেলো না। যখন তাদের কাছে তাদের সম্পদ তাদের হাতে হস্তান্তর করবে তখন সাক্ষী রাখবে। অবশ্যই আল্লাহ হিসাব নেওয়ার জন্য যথেষ্ট।’ (সুরা আন-নিসা, আয়াত : ৬)
গ্রন্থনা : আমজাদ হোসেন

 

 
Electronic Paper