ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইহরাম অবস্থায় পর্দার বিধান

খোলা কাগজ ডেস্ক
🕐 ৯:৪৪ পূর্বাহ্ণ, জুলাই ০১, ২০১৯

বিষয়টি জানতে চেয়েছেন মারুফ হাসান, কলেজবাজার, লালমনিরহাট থেকে।

মহিলাদের ইহরামের পোশাক
মহিলাদের জন্য ইহরামের পর নির্দিষ্ট রঙ বা ডিজাইনের পোশাক নেই। ভালোভাবে সতর ঢাকা যায় এমন পোশাকই মহিলারা ইহরাম অবস্থায় পরিধান করবে।

ইহরাম অবস্থায় পর্দা
ইহরাম অবস্থায় মহিলাদের জন্য নিকাব দিয়ে মুখ ঢাকার বিধিনিষেধ রয়েছে। হাদিসে এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো মুহরিম মহিলা মুখ ঢাকবে না। (বুখারি)

ইহরাম অবস্থায় মহিলারা গাইরে মাহরাম থেকে নিজেদের চেহারা সংরক্ষণ করতে পারবে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমরা ইহরাম বেঁধে রসুলুল্লাহ (সা.) এর সঙ্গে সফর করতাম। এ সময় আমাদের চেহারা খোলা থাকত। আমাদের পাশ দিয়ে কোনো (গাইরে মাহরাম) পুরুষ অতিক্রম করলে মাথা থেকে চাদরের আঁচল টেনে দিতাম। তারা চলে গেলে আবার খুলে ফেলতাম। (বুখারি)

 
Electronic Paper