ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত শিশু

লালমনিরহাট প্রতিনিধি
🕐 ১০:৩০ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০১৯

বুড়িমারী থেকে লালমনিরহাটগামী চলন্ত বিরল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক শিশু আহত হয়েছে। মনিরা নামের আট বছরের ঐ শিশুকে গুরুতর আহত অবস্থায় আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়। বুধবার (২৬ জুন) রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বেঙ্গল কোম্পানি এলাকায় লাইনের পাশ থেকে কে বা কারা পাথর ছুড়ে মারলে এ ঘটনা ঘটে।

আহত শিশু মনিরা আদিতমারী উপজেলার নামুড়ি মদনপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে। সে স্থানীয় মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

আহত শিশুর দাদা সোলেমান বলেন, পাটগ্রাম উপজেলার সোহাগপুর থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিলাম। পথে হাতীবান্ধার বেঙ্গল কোম্পানি এলাকায় জানালা দিয়ে পাথর ছুড়লে আমার নাতনি গুরুতর আহত হয়। পরে রেলওয়ে পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এরপর আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে আসি।

লালমনিরহাট রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদম আলী বলেন, চলন্ত বিরল এক্সপ্রেস ট্রেনে পাথর ছুড়ে শিশু আহতের খবর পেয়েছি। এ বিষয়ে রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

 
Electronic Paper