ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রে সি পি

জামের শরবত

হালরং ডেস্ক
🕐 ১১:৪০ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০১৯

উপকরণ : জাম ৫০০ গ্রাম। বিট লবণ ১/৪ চা-চামচ। চিনি স্বাদমতো। কাঁচামরিচ-কুচি ২টি বা পরিমাণমতো। ধনেপাতা-কুচি ২ চা-চামচ। ঠা-া পানি পরিমাণমতো যতটুকু পাতলা চান।

পদ্ধতি : প্রথমে জাম ধুয়ে একটি বড় বাটিতে নিয়ে হাত দিয়ে ভালোমতো ভর্তা করুন। আঁটি থেকেও জাম ভালোমতো ছাড়িয়ে নিন। তারপর ভালো করে চিপে রস বের করে আঁটিগুলো বেছে ফেলে দিন। এখন ব্লেন্ড করে নিতে পারেন বা বেলের শরবতের মতো পুরোটা একটা ছাঁকনিতে রেখে চেপে চেপে রস নিয়ে আঁশগুলো আলাদা করে ফেলতে পারেন। এবার এতে বাকি সব উপকরণ ও পরিমাণ মতো ঠাণ্ডা পানি মিশিয়ে পরিবেশন করুন।

 
Electronic Paper