ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কমলাপুর পৌঁছেছে দুর্ঘটনাকবলিত ‘উপবন এক্সপ্রেস’

নিজস্ব প্রতিবেদক
🕐 ১০:৪৩ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০১৯

দুর্ঘটনাকবলিত আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনটি সাতটি বগি নিয়ে কমলাপুর রেলস্টেশনে পৌঁছেছে। সোমবার (২৪ জুন) সকাল পৌনে ১০টার দিকে ট্রেনটি স্টেশনের চার নম্বর প্লাটফর্মে পৌঁছায়। রবিবার রাত ১২টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল রেলক্রসিং এলাকার অদূরে ব্রিজ ভেঙে খালে পড়ে যায় ‘উপবন এক্সপ্রেসের’ দুটি বগি। লাইনচ্যুত হয় আরও তিনটি বগি।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। উদ্ধার করা হয় সাতটি লাশ। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয় শতাধিক মানুষকে।

দুর্ঘটনার পর রাত সোয়া তিনটার দিকে ১৭ বগির মধ্যে সামনে থাকা সাতটি বগি নিয়ে ঢাকার পথে রওনা হয় উপবন এক্সপ্রেস। প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর সকাল পৌনে ১০টার দিকে ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়।

 
Electronic Paper