ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পিতা-মাতার জন্য দোয়া ও তার ফজিলত জানতে চাই

খোলা কাগজ ডেস্ক
🕐 ৯:৫৩ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০১৯

বিষয়টি জানতে চেয়েছেন আবু ওবায়দা, গাইবান্ধা থেকে।

কোরআন ও সুন্নাহর আলোকে মৃত মা-বাবার জন্য দোয়া ও তার ফজিলত সম্পর্কে আলোচনা করা হলো-

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.) কে জিজ্ঞাসা করলাম। আল্লাহর কাছে সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, সময়মতো নামাজ আদায় করা। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, অতঃপর মাতা-পিতার সঙ্গে ভালো ব্যবহার করা। (বুখারি)

পিতা-মাতার জন্য নিম্নোক্ত আয়াতটি দোয়া হিসেবে পাঠ করতে পারেন-
‘রাব্বির হামহুমা কামা রাব্বা আনি সাগিরা’
অর্থাৎ ‘হে আমার রব, তাদের উভয়ের (পিতা-মাতা) প্রতি রহম কর, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন’ (সুরা বানী ইসরাঈল : ২৪)

অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন-
উচ্চারণ : রাব্বানাগফিরলি ওয়ালে ওয়ালেদাইয়্যা ওয়া লিল মু’মিনিনা ইয়াওমা ইয়া কুমুল হিসাব। (সুরা ইবরাহিম : আয়াত ৪১)
অর্থ : হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন, যেদিন হিসাব কায়েম হবে।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাদের জীবিত মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করার তাওফিক দান করুন।

 
Electronic Paper