ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সুপ্রিম কোর্টের রেস্টুরেন্টে পচা মুরগি!

নিজস্ব প্রতিবেদক
🕐 ১০:০৬ অপরাহ্ণ, জুন ১৯, ২০১৯

ভেজাল, মানহীন পণ্য ও ফলমূলে কেমিক্যালের বিরুদ্ধে ব্যাপক অভিযানের মধ্যেই খোদ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের উপরে থাকা অলিম্পিয়া প্যালেস রেস্টুরেন্ট থেকে ২০ কেজির মতো পচা মুরগি উদ্ধার করেছেন আইনজীবীরা।

বুধবার (১৯ জুন) বিকেলে পচা মুরগি উদ্ধারের পর আইনজীবীদের বিক্ষোভের মুখে দুই লাখ টাকা জরিমানা করে পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর‌্যন্ত রেস্টুরেন্টটি বন্ধ করে দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা। আগামী ২৩ জুন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

সমিতির নির্বাহী কমিটির সদস্য শামীম সরদার বলেন, রেস্টুরেন্টের খাবারের মধ্যে তেলাপোকা পেয়ে সমিতির নেতাদের জানাই। এরপর আমি ও সহ-সম্পাদক কাজী শাসমুল হাসান শুভসহ কয়েকজন আইনজীবী রেস্টুরেন্টে গিয়ে অনুসন্ধানে নামি। তখন তাদের ফ্রিজে ২০ কেজির মতো পচা মুরগির সন্ধান পাই।

এ খবর ছড়িয়ে পড়লে রেস্টুরেন্টের সামনে বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত হয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় সমিতির সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, বর্তমান সভাপতি এ এম আমিনউদ্দিন, সম্পাদক মাহবুবউদ্দিন খোকন উপস্থিত হন।

সমিতির নেতারা দুই লাখ টাকা জরিমানা করে পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত দেন। আগামী ২৩ জুন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

 
Electronic Paper