ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মোহনচূড়ার মমতা

ডেস্ক রিপোর্ট
🕐 ১:০৯ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৯

সন্তানের জন্য কত কিছুই না করেন মা-বাবা। শত কষ্টেও পরম মমতায় সন্তানকে বুকে আগলে রাখা, ক্ষুধায় মুখে খাবার তুলে দেওয়ার ঘটনা আমাদের মানবজীবনেরই অংশ। পশু-পাখিও এর ব্যতিক্রম নয়।

এমন চিত্রই ধরা পড়ল ক্যামেরায়। চীনের হেইলংজিয়াং প্রদেশ থেকে তোলা ছবিতে দেখা যায়, গাছে বাঁধা বাসায় ক্ষুধা নিয়ে হাঁ হয়ে খাবারের অপেক্ষায় আছে রাজকীয় পালকের মোহনচূড়া ছানা।

দূর থেকে ঠোঁটে খাবার নিয়ে ফেরা মায়ের কাছে আসা যেন আনন্দ বাড়িয়ে দিয়েছে ছানাটির। বিরল পাখিটি বাংলাদেশ কালেভদ্রে মেলে। তবে এশিয়া এবং ইউরোপে এগুলো প্রচুর দেখা যায়। সেখানে এর নাম হুপ্। তবে কলকাতার কথাসাহিত্যিক বনফুল এর নাম রেখেছেন ‘মোহনচূড়া’।

 

 

 

 
Electronic Paper